নিজস্ব প্রতিবেদকঃ আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল ইংল্যান্ড দল। তবে টাইগারদের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। এই তারকা পেসারের হাত ধরে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা আগের দিনের চেয়ে ভালো করে ইংল্যান্ড। ধীর-স্থির হয়ে খেলতে দেখা যায় সফরকারীদের। অবশেষে ম্যাচের সপ্তম ওভারে এসে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন।
ইংলিশ ওপেনার ফিল সল্টকে ফিরিয়েছেন তিনি। ওভারের তৃতীয় বলে সল্টকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন। নাজমুল হোসেন শান্ত সেই ক্যাচ দারুণভাবে লুফে নিয়েছেন। যার ফলে ১৫ বলে ১ বাউন্ডারিতে ৭ রান করেন প্যাভিলিয়নের পথ ধরেন সল্ট।
ইংল্যান্ড দলের সবশেষ সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান। ওপেনার জেসন রয় ২৪ বলে ২ বাউন্ডারির মারে ১৮ রান করে অপরাজিত আছেন। উইকেটে এসেছেন গেল ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জেতানোর নায়ক ডেভিড মালান। তবে তিন বল খেলেও, এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post