স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আগামী জুনে প্রতিবেশি আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক চার দিনের একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। মূলত অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে আইরিশদের আতিথ্য দেবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন এই টেস্টের জন্য ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে ইসিবি।
ইংল্যান্ডের টেস্ট দলে নতুন মুখ জশ টাং। দলে ডাকা হয়েছে এই পেসারকে। দলে থাকা জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসন চোট সমস্যায় ভুগছিলেন। তারা দুজনই নেই এই টেস্টে। ইংলিশদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম আইরিশদের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছেন। আগামী বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট।
একাদশে জায়গা হয়নি পেসার ক্রিস ওকসের। বেন ফোকসের জায়গায় দলে আসলেন বেয়ারস্টো। স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস এবং স্পিনার জ্যাক লিচদের নিয়ে গড়া বোলিং আক্রমণে টাং যোগ দিয়েছেন। ওপেনার জ্যাক ক্রাউলি আবারও বেন ডাকেটের সঙ্গী হবেন। এরপরের ব্যাটিং অর্ডারে ওলি পোপ, জো রুট এবং হ্যারি ব্রুক। ছয়ে নামবেন অধিনায়ক বেন স্টোকস।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জস টাং এবং জ্যাক লিচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post