স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ডিলন পেনিংটন ও জেমি স্মিথ। আগামী ১০ জুলাই লর্ডসে এই সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১৮ জুলাই, নটিংহ্যামে। তৃতীয় ও শেষ টেস্টটি হবে বার্মিংহ্যামে, আগামী ২৬ জুলাই থেকে।
কাউন্টিতে সারের হয়ে খেলা স্মিথ চলতি কাউন্টিতে ৫০৭ রান করেছেন। এই মৌসুমে তার গড় ৫০.৭০। ইংল্যান্ডের হয়ে এর আগে ওয়ানডে খেললেও টেস্ট ক্রিকেটে এবারই প্রথম পা রাখতে যাচ্ছেন এই আগ্রাসী ব্যাটার। অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ক্রিকেটার পেনিংটন চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে ২৩.০৩ গড়ে ২৯ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচে ১৬৯ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার।
ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (কেবল প্রথম টেস্ট), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, জো রুট, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জেমি স্মিথ ও ক্রিস ওকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post