স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ভারতের গোহাটিতে অবস্থিত আসাম ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে সেই ম্যাচ।
ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। সেখানে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছেন জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।
এই ম্যাচেও বাংলাদেশের হয়ে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পায়ে চোট পেয়েছেন এই তারকা। যার কারণে বিশ্রামে আছেন। এছাড়া গেল ম্যাচ থেকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদকে। এছাড়া মুস্তাফিজুর রহমানকেও বিশ্রামে রাখা হয়েছে টানা দুই ম্যাচ। যদিও প্রয়োজনে বোলিং করতে পারবেন তারা।
এদিকে যে গুঞ্জন ছিল বিশ্রাম দেওয়া হতে পারে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে, সেটি আপাতত হচ্ছে না। এছাড়া রোববার ঐচ্ছিক অনুশীলনে যে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সেটাও গুরুতর নয়। তিনি খেলছেন ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post