স্পোর্টস ডেস্কঃ এজবাস্টন টেস্টের শেষ দিনের রোমাঞ্চে জিতল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ইংল্যান্ডকে তারা ২ উইকেটে হারিয়েছে। শেষের রোমাঞ্চে দারুণ এক জয় পেয়েছে প্যাট কামিন্সরা। ম্যাচ পেন্ডুলাম ঘুরেছে দুই দলের দিকে। একবার ইংল্যান্ড কেড়ে নেয়, আরেকবার অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে।
পঞ্চম দিনে ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৭ উইকেট আর অস্ট্রেলিয়ার ১৭৪ রান। এমন সমীকরণের সামনে থাকা অজিদের জয়ের ভীত গড়ে দেন ম্যাচ সেরা উসমান খাজা। বৃষ্টি বিঘ্নিত পঞ্চম দিন খেলা শুরু হয় সোয়া ৩ ঘণ্টা পর। প্রথম সেশনে মাঠে গড়ায়নি কোনো বল। ৬৭ ওভারে ১৭৪ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার। আর ইংল্যান্ডের ৭ উইকেট। সঙ্গে শুরুতেই নাইট ওয়াচম্যান স্কট বোল্যান্ডের বিদায়ে আরও বিপদ বাড়ে সফরকারীদের।
সেখান থেকে একা লড়াই করেন ম্যাচসেরা খাজা। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৯৭ বলে ৬৫ রানের ইনিংস। যদিও ট্রাভিস হেডকে মঈন আলী আর ক্যামেরুন গ্রিন দ্রুত বিদায় করে ইংল্যান্ডকে জয়ের আশা দেখিয়েছিলেন ওলি রবিনসন। তবে এদিন শেষের নায়ক কামিন্স। অজি অধিনায়ক ৯ নম্বরে যখন ক্রিজে আসেন তখনও জয়ের জন্য ৭২ রান প্রয়োজন দলের।
শেষ পর্যন্ত নাথান লায়নকে নিয়ে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজটা সারেন কামিন্স। বীরোচিত ৪৪ রানের ইনিংস তাঁর। লায়ন অপরাজিত ছিলেন ১৬ রানে। এর আগে জো রুটের সেঞ্চুরির পর ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুট অপরাজিত থাকেন ১১৮ রানে।
খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৮৬ রান। খাজা ৩২১ বলে করেন ১৪১ রান। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসরা ২৭২ রান করলে জয়ের জন্য ২৮১ রানের টার্গেট পায় অজিরা। আর সেটি তারা টপকে গেছে ২ উইকেট হাতে রেখে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post