স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশী বংশোদ্ভুত সুনামগঞ্জের রবিন দাস ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে এসেক্স কাউন্টি ক্লাবের হয়ে শতক হাঁকিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত এই তরুন।
সুনামগঞ্জের ছাতকে রবিন দাসদের পৈত্রিক নিবাস। জন্ম সূত্রেই তিনি ইংল্যান্ডের নাগরিক। তার বাবার বাড়ী ছাতকে। ইংলিশদের ঘরোয়া ক্রিকেটে খেলছেন, খেলেছেন বয়স ভিত্তিক ক্রিকেটেও। বাংলাদেশের বয়স ভিত্তিক ক্রিকেটেও খেলেছেন রবিন দাস। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইংলিশদের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হলো তার।
অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রবিন। আগে ব্যাট করতে নামা এসেক্স নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৪৩ রানে। ইনিংস সর্বোচ্চ ১৩২ রান করেছেন রবিন। ১১৮ বলের ইনিংস সাজিয়েছেন ২১ চার ও ১ ছয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেছেন মার্ক অ্যাডায়ার। ছয় চার ও তিন ছয়ে সাজিয়েছেন ৬৩ বলের ইনিংসটি।
ইংল্যান্ড সফরে প্রস্তুুতির জন্য তিন দিনের ম্যাচটি খেলছে আয়ারল্যান্ড। দুই দলে ভাগ হয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা খেলছেন। এসেক্সে ইংলিশ ক্রিকেটারদের পাশাপাশি আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও আছেন। এসেক্সের ১৪৩ রানের জবাবে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেটে ৩৮ রান তুলেছে।
রবিন দাস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটেও খেলে গেছেন। জানিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলতে চান। তবে আপাতত তার লক্ষ্য ইংল্যান্ডেই খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post