নিজস্ব প্রতিবেদকঃ গত রোববার ঘোষণা করা হয়েছে বাংলাদেশে ইংল্যান্ড সফরের ওয়ানডে দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে চেমসফোর্ডে ৩ ওয়ানডের সিরিজ খেলবে তামিম ইকবালের দল। তবে দুই আগে ঘোষিত দল নিয়ে কিছুই জানেন না সাকিব আল হাসান! মঙ্গলবার এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।
আজ সন্ধ্যায় বনানীতে একটি কপি শপ উদ্বোধন অনুষ্ঠানে আসেন সাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া আয়ারল্যান্ড সিরিজের এই দলটা কেমন হলো, সাংবাদিকের এমন প্রশ্ন শুনে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘হয়ে গেছে (দল ঘোষণা)! কবে হয়েছে?’ সাংবাদিকেরাও জানতে চান, ‘আপনি জানেন না দল ঘোষণা হয়েছে!’ সাকিব পাল্টা প্রশ্নের সঙ্গে উত্তরে বলেন, ‘আমি কোত্থেকে জানব! আমি আসলেই জানি না।’
আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ মে। দুদিন বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post