স্পোর্টস ডেস্কঃ কার্লোল আলকারাসের বিদায়ের পর আরেকটি বড় অঘটনের মঞ্চায়ন হলো ইউএস ওপেনে। তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। আজ ছেলেদের এককের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের কাছে হেরে বিদায় নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি।
র্যাঙ্কিংয়ে ২৮তম পপিরিনের কাছে ৬–৪, ৬–৪, ২–৬, ৬–৪ গেমে হারেন জোকোভিচ। গত ১৮ বছরে ইউএস ওপেনে এটি তাঁর দ্রুততম বিদায়। সর্বশেষ ২০০৬ সালে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এদিকে ২০১৭ সালের পর প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছাড়াই বছর শেষ করতে হচ্ছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয় করা জোকোভিচকে।
হারের পর বিধ্বস্ত জোকোভিচ বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলে তৃতীয় রাউন্ডে উঠেছি, সেটা সফলতাই। এটি নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে টেনিস খেলাগুলোর একটি।’ মাত্র চার সপ্তাহ আগে প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পর দ্রুতই ইউএস ওপেনে খেলতে নেমে যাওয়াকেও হারের কারণ হিসেবে দেখছেন ৩৭ বছর বয়সী কিংবদন্তি, ‘অবশ্যই, প্রভাব তো ছিলই। সোনা জিততে অনেক উদ্দীপনা খরচ করেছি। নিউইয়র্কে যখন এসেছি, শারীরিক ও মানসিকভাবে সতেজ ছিলাম না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০