স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতার পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী ২৮ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। মূলত দেশটির সরকার কোভিড নীতিতে পরিবর্তন আনায় জোকোভিচের আর খেলতে বাঁধা নেই।
পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার বাধ্যবাধকতার মেয়াদ শেষ হবে আগামী ১১ মে। তাই এই টুর্নামেন্টে ৩৫ বছর বয়সী জোকোভিচের খেলায় আর কোনো বাঁধা থাকবে না। এর আগে গত কয়েকটি বৈশ্বিক প্রতিযোগিতায় কোভিড টিকা না নেওয়ায় খেলতে পারেন নি সার্বিয়ান এই তারকা।
কোভিড টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পরে মেলবোর্নে আটক করে রাখা হয়েছিল তাঁকে। সেখানকার আদালতে মামলাও করেছিলেন জোকোভিচ। তাতে লাভ হয়নি। তাঁকে দেশে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post