স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পথচলা শেষ হচ্ছে রাফায়েল ভারানের। চলতি মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি ছেড়ে যাবেন ফরাসি এই ডিফেন্ডার। ২০২১ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে স্প্যানিশ ক্লাব রিয়ালের মতো এখানে সময়টা খুব একটা সুখকর হয়নি তার জন্য। যদিও ইউনাইটেডের ট্রফি খরা কাটাতে গত বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারানে।
বিদায়ী বার্তায় ভারানে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের বলছি, এই বিশেষ ক্লাবের হয়ে খেলে এবং এর জার্সি পরে দারুণ কিছু বছর কেটেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে প্রথমবার যখন ওল্ড ট্র্যাফোর্ডে নেমেছিলাম, সেই আবহ ছিল অসাধারণ। তখনই এই ক্লাব ও সমর্থকদের প্রেমে পড়ে যাই। এই ক্লাব কী প্রতিনিধিত্ব করে, তা বোঝার জন্য আপনাকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে হবে। যদিও আমাদের কঠিন একটি মৌসুম কেটেছে, তবুও আমি এই দলের ভবিষ্যত নিয়ে খুবই ইতিবাচক। নতুন মালিক স্বচ্ছ এক পরিকল্পনা ও দুর্দান্ত কৌশল নিয়ে এসেছেন। মৌসুমের শেষ হোম ম্যাচে বিদায় জানাতে ওল্ড ট্র্যাফোর্ডে দেখা হবে। নিশ্চিতভাবেই দিনটা আমার জন্য আবেগময় হতে যাচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post