স্পোর্টস ডেস্কঃ চলতি বছর আয়োজিত হতে যাচ্ছে নারীদের ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। আসরের যৌথ আয়োজক হিসেবে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে এবারের নারী বিশ্বকাপের সম্প্রচার ইউরোপের শীর্ষ পাঁচ দেশে দেখানো নিয়ে রয়েছে দ্বিধা-দ্বন্ধ।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সেই পাঁচ দেশে ফুটবল বিশ্বকাপ না দেখানোর হুমকি দিয়ে রেখেছেন। ইউরোপের সেই শীর্ষ পাঁচ দেশ হলো যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স। এই দেশগুলোকে ‘বিগ ফাইভ’ বলা হয়। ইউরোপের ফুটবলের পাঁচ মোড়লও ডাকা হয় আবার।
মূলত এই পাঁচ দেশ থেকে সম্প্রচার স্বত্ব কেনার জন্য যে পরিমাণ অর্থ প্রস্তাব এসেছে, তা একেবারেই মেনে নিতে পারছে না ফিফা। নারীদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে। অথচ পুরুষ ফুটবল বিশ্বকাপের জন্য ফিফা পেয়ে থাকে ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত। পুরুষদের সমমানের না হলেও, যে অর্থের অঙ্ক নারীদের বিশ্বকাপ সম্প্রচারের জন্য করা হয়েছে, তা একেবারেই নগণ্য বলে দাবি ফিফার।
ফিফা প্রেসিডেন্টের মতে এটি ফুটবলার ও বিশ্বজুড়ে নারীদের মুখে ‘চপেটাঘাতের’ সামিল। এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ফিফা। যার জন্য ইনফান্তিনো সেই পাঁচ দেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার না করানোর হুমকি দিয়েও রেখেছেন।
জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় এই প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ”পরিষ্কার বলে দিতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলি কম মূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনী বাধ্যবাধকতার মধ্যে আছে। এজন্য প্রস্তাবগুলো যদি এরকম অন্যায্য হতে থাকে, তাহলে আমরা ইউরোপের ওই ‘বিগ ফাইভ’ দেশগুলোতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।”
নারীদের বিশ্বকাপের দরপতনের কারণ হিসেবে ধরা হচ্ছে ইউরোপের ‘প্রাইম টাইম’ অর্থাৎ, খেলা দেখার জন্য আদর্শ সময়ে ম্যাচ না থাকা। তবে এই যুক্তি মেনে নিচ্ছেন না ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ‘প্রাইম টাইমে’ না হলেও, সকাল ৯টা অথবা ১০টায় শুরু হবে ম্যাচগুলো। কাজেই সেগুলো উপযুক্ত সময়ই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post