স্পোর্টস ডেস্কঃ গত রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে মাঠে নামে জার্মানি ও ডেনমার্ক। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে শনিবার রাতে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিক দল। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা।
জার্মানি-ডেনমার্ক ম্যাচ প্রবল বর্ষণের সঙ্গে ভয়াবহ বজ্রপাতের কবলে পড়েছিল। তাই রেফারি প্রথমার্ধে ২০ মিনিটের মতো বন্ধ রেখেছিলেন ম্যাচ। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় আধিপত্য দেখিয়েছে জার্মানরা। এদিকে এ নিয়ে টানা ৮ ম্যাচ জিততে ব্যর্থ হলো ডেনমার্ক। এবার ইউরোয় কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরতে হলো ডেনিশদের।
তৃতীয় মিনিটেই অবশ্য গোল পেয়ে গিয়েছিল স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বলে হেড করে জাল কাঁপিয়ে দিয়েছিলেন স্লটারব্যাক। কিন্তু জশুয়া কিমিচের ফাউলের কারণে ভার দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি। সিগনাল ইদুনা পার্কে ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাত হওয়ায় ম্যাচের ৩৫ মিনিটে সাময়িক স্থগিতাদেশ দেন রেফারি। বিরতির পর খেলা শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে উঠে জার্মানি। ৩৭ মিনিটে সেট পিস থেকে তৈরি হওয়া সুযোগে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন নিকো স্লটারব্যাক। একটুর জন্য সেটি গোলপোস্টের বাঁদিক দিয়ে বেরিয়ে যায়।
গোলশূন্য সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। সুযোগ পেয়েও এরিকসনের ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেনি জার্মানি। বল চলে যায় জোয়াকিম অ্যান্ডারসনের কাছে, তিনি সেটি জড়িয়ে দেন জালে। কিন্তু রেফারি ভিএআর দেখে সেই গোল বাতিল করে দেন। ৫২ মিনিটেই কপাল খুলে জার্মানির। এবারও অ্যান্ডারসনের নাম। বক্সের মধ্যে ক্রস আটকাতে গিয়ে বল হাতে লেগে যায় ড্যানিশ ডিফেন্ডারের। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কাইল হাভার্টজ বাঁ পায়ের শটে করেন গোল।
৫৯ মিনিটে হাভার্টজের আরেক চেষ্টা একটুর জন্য জাল পায়নি। তবে ৬৮ মিনিটে ব্যবধান ২-০ করে জার্মানি। স্লটারব্যাকের পাস থেকে বল পেয়ে বক্সের বাঁদিক থেকে শট নিয়ে পোস্টের ডানদিকের কোনা দিয়ে গোল করেন জামাল মুসিয়ালা। এরপরও আক্রমণের পর আক্রমণ শানিয়ে গেছে স্বাগতিকরা। যদিও ব্যবধান আর বাড়েনি। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post