স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরো থেকে ছিটকে গেলেন থিবো কোর্তোয়া। ৬ মাস আগেই ওই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক। রিয়াল তারকা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। গত আগস্টে ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগমুহূর্তে রিয়াল মাদ্রিদের অনুশীলনে গুরুতর চোটে পড়েন তিনি।
বেলজিয়ান সংবাদমাধ্যম স্পোরজাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্তোয়া বলেছেন, ‘চোটের কারণে ইউরোতে আমার খেলা হবে না। প্রথমত, আমাকে শতভাগ সেরে উঠতে হবে এবং এজন্য ফেরার কোনো তারিখ আগে থেকে ঠিক করা ভালো হবে না। যদি আমি ভাগ্যবান হই তবে আমি মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না।’
কোর্তোয়া আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দলের ভালো গোলরক্ষক আছে আমি ৮০ শতাংশ ফিট হয়ে গোলবারের নিচে দাঁড়াব না। আমি জাতীয় দলে খেলার সম্মানকে একপাশে সরিয়ে রেখে জুনে দলকে সমর্থন দিয়ে যাব। আশা করি আমরা ইউরোপিয়ান শিরোপা জিততে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post