স্পোর্টস ডেস্কঃ ইউরোতে আজ পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করল আলবেনিয়া। প্রথমে ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ঝড়ে জোড়া গোল করে এগিয়ে যায় ক্রোয়াটরা। যোগ হওয়া সময়ে আবার গোল করে আলবেনিয়া। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হয় খেলা।
হামবুর্গে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচটি ড্র হওয়ায় চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুললেও জয়হীন থাকল দুই দল। নিজেদের প্রথম ম্যাচে ইতালিকে কাঁপিয়ে দিয়ে ২-১ গোলে হেরেছিল আলবেনিয়া। আর স্পেনের বিপক্ষে ৩-০ গোলে উড়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। আগের ম্যাচে হার এবং আজকের ড্রয়ের ফলে তাদের ইউরো ভাগ্য এখন সুতোয় ঝুলছে।
ম্যাচের শুরুতে প্রথম অন টার্গেট শটেই গোল করে আলবেনিয়া। ১১ মিনিটে কাজিম লাসির হেড খুঁজে পায় গোলের ঠিকানা। এর আগের ম্যাচেও আলবেনিয়া মাত্র ২৭ সেকেন্ডে গোল করেছিল ইতালির সঙ্গে। যেটা ছিল ইউরোর দ্রুততম গোল। আজ প্রথমার্ধে গোল পাওয়া আলবেনিয়া লিড ধরে রাখে ৭১ মিনিট পর্যন্ত। ৭২ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান আন্দ্রেই ক্রামারিচ। আজ ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে করা এই গোলে ছোট্ট একটা তালিকায় নিজের নামটা লিখিয়ে নিয়েছেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।
ইউরোর মূলপর্বে নিজের জন্মদিনে গোল করা তৃতীয় খেলোয়াড় হয়ে গেছেন ক্রামারিচ। এর আগে এই কীর্তি গড়েছেন ফ্রান্সের জ্যঁ ফ্রাঁসোয়া ডোমার্গ (১৯৮৪ ইউরো) ও নেদারল্যান্ডসের ওয়েসলি স্নাইডার (২০০৮ ইউরো)। আলবেনিয়াকে চেপে ধরা ক্রোয়াটরা এগিয়ে যায় ৭৬তম মিনিটে। পালাসিচের কাটব্যাকে শট নিয়েছিলেন সুসিচ, সামনেই থাকা এক ডিফেন্ডারের পায়ে তা প্রতিহত হয়। তবে ভাগ্য খারাপ আলবেনিয়ার, সামনেই থাকা তাদের মিডফিল্ডার ক্লাউসের পায়ে লেগে বল চলে যায় জালে। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রায়শ্চিত্ত করেন ক্লাউস। নিচু শটে লিভাকোভিচকে পরাস্ত করেন তিনি; হার এড়িয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আলবেনিয়া। তাতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় ক্রোয়েশিয়া। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে ইতালির সঙ্গে তাদের জিততেই হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post