স্পোর্টস ডেস্কঃ ভারতের সবচেয়ে মর্যাদার প্রথম শ্রেণির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন। এবারের রঞ্জি ট্রফির ফাইনালে বেঙ্গলকে হারিয়েছে তারা। এর আগে ২০১৯-২০ মৌসুমেও শিরোপা জিতেছিল দলটি। এবার বেঙ্গলের বিপক্ষে বড় জয় পেয়েছে জয়দেব উনাতকাটের সৌরাষ্ট্র। ইডেন গার্ডেন্সের ফাইনালে ৯ উইকেটে জিতে দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসব করল তারা।
জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য ছিল সৌরাষ্ট্রের। সেটি ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় তারা। প্রথম ইনিংসে ১৭৪ রান করে বেঙ্গল। জবাবে ৪০৪ রান করে সৌরাষ্ট্র। এরপর দ্বিতীয় ইনিংসে ২৪১ রান করে মনোজ তিওয়ারির দল। চার উইকেটে ১৬৯ রান নিয়ে তৃতীয় দিন (রোববার) শুরু করে বেঙ্গল। অধিনায়ক মনোজ এবং শাহবাজ আহমেদ মিলে দিনের প্রথম ভাগে সাবধানে শুরু করেছিলেন।
যদিও দলীয় ১৯৪ রানের সময় রানআউট হয় শাহবাজ। ৩৮ বলে ২৭ রান রান করেন তিনি। এর এক ওভার পর ফিরে যান মনোজও। তাকে রানআউট করেন উনাদকাট। তারপর আর দাঁড়াতে পারেনি বেঙ্গল। ৬ উইকেট নেন উনাদকাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে ছিলেন বাঁহাতি এই পেসার। রঞ্জির ফাইনাল খেলার জন্য বিসিসিআই তাঁকে অনুমতি দেয়। জাতীয় দলের একাদশে না থাকায় তিনি যোগ দেন সৌরাষ্ট্র স্কোয়াডে। আর সেখানে এসেই দলকে জেতালেন মর্যাদার এই শিরোপা। এর আগে প্রথম ইনিংসেও তিনটি উইকেট নিয়েছিলেন উনাদকাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post