স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে সেমিফাইনালে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে ফাইনাল নিশ্চিত করল সিমোন ইনজাগির দল।
দ্বিতীয় লেগে বুধবার রাতে ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে ইন্টার। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো দিমারকো। আর শেষ পর্যন্ত আর এই গোল শোধ দিতে পারে নি তুরিনের ক্লাব জুভেন্টাস।
চলতি মাসের শুরুতে ঘটনাবহুল প্রথম লেগে দুই দলের ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। উভয় দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়ে এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। ওই ম্যাচে মোট তিন জন খেলোয়াড় লাল কার্ড দেখেন। তবে এবার আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।
অপর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম পর্বের ম্যাচ ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ফিওরেন্তিনা।
ইতালিয়ান লিগে এখন ৩০ ম্যাচে জুভদের পয়েন্ট ৫৯। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে লাৎসিও। ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে নাপোলি। ৫৬ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান ও সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে পাচেঁ রোমা। আর ৫৪ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান ছয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post