স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল অভিজ্ঞদের উপরই ভরসা রেখেছেন। অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে গিয়ে ইনজুরিতে থাকা ক্রিকেটারকেও দলে নিয়েছেন নির্বাচকেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অভিজ্ঞদের বাদ দেওয়ার দুঃসাহস দেখাননি নির্বাচক প্যানেল।
ভারতীয় দলের তারকা জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে আছেন। চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাকে নির্বাচকেরা দলে রেখেছেন। এমনকি এক বছর থেকে দলের বাইরে থাকা অভিজ্ঞ মোহাম্মদ শামিকেও দলে নেওয়া হয়েছে। ১৫ সদস্যের স্কোয়াডে তাই অনেকটা চমকই এই দু’জনের থাকা।
তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন চায়নাম্যান খ্যাত স্পিনার কুলদীপ যাদবও। রোহিত শর্মার নেতৃ্ত্বাধীন দলে ভারতের প্রত্যাশিত সব তারকাই আছেন। শনিবার মুম্বাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ৬, ৯ এবং ১২ ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি দ্বিপাক্ষিক ওয়ানডে ম্যাচ খেলবে। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুুতি হিসেবেই সিরিজটি খেলবে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলই খেলবে ওয়ানডে সিরিজটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু।
ভারত গ্রুপ এ-তে রয়েছে এবং ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। এরপর তারা ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল। নিরাপত্তার কারণে পাকিস্তানে যাবে না ভারত। তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০