স্পোর্টস ডেস্কঃ দ্য হানড্রেড টুর্নামেন্ট চলাকালীন বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুিরতে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণ অনিশ্চিয়তায় পড়ে গিয়েছে। ২১ আগস্ট থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, সেটি নিশ্চিত নয়। শঙ্কা আছে তিন টেস্টের পুরো সিরিজ মিস করারও।
গত রাতে দ্য হানড্রেডের ম্যাচে ব্যাটিংয়ে ৪ বলে ২ রান করে মাঠ ছেড়ে যান স্টোকস। মেজাজ হারিয়ে নিজের গ্লাভস ছুঁড়ে মারেন। এরপর ব্যাকরুমের দুজন খেলোয়াড়ের সাহায্যে মাঠ ছাড়েন। ওল্ড ট্রাফোর্ডে অবশ্য তাঁর দল জিতেছে এই ম্যাচে। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ৭ উইকেটে জেতা ম্যাচের পর দলটির অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।’
স্টোকস খেলতে না পারলে অলি পোপে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেননি তিনি। লঙ্কানদের বিপক্ষে তিন টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে আছে ইংল্যান্ডের। এরপর তারা যাবে পাকিস্তানে তিন টেস্ট খেলতে। এদিকে, এমনিতে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পেতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি। গত নভেম্বরে অস্ত্রোপচার করার পর মাঠে ফিরে শুধু ব্যাটিং করতে পারছিলেন। চলতি গ্রীষ্ম থেকে বোলিং শুরু করতে পেরেছেন তারকা এই ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০