স্পোর্টস ডেস্কঃ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর চোটে জর্জরিত হয়ে আছে। এর মধ্যে চেন্নাই সুপার কিংস বেশি জর্জরিতদের তালিকায়। দলটির তারকা ক্রিকেটাররা ভুগছেন চোট সমস্যায়। এর মধ্যে নতুন দুঃসংবাদ দিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং।
ইনজুরিতে আছেন দলের সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনি। দলটির অধিনায়ক ইনজুরি নিয়েই খেলছেন। বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আইপিএলের শুরু থেকেই এই সমস্যায় ভুগছেন। তবে ম্যাচ খেলার মতোই ফিট আছেন তিনি।
এই প্রসঙ্গে স্টিফেন ফ্লেমিং বলেন, ‘ধোনির হাঁটুতে ইনজুরি আছে। আপনি তার চলাচলের সময়ই সেটা বুঝতে পারবেন। এই নিয়ে সে কিছুটা অস্বস্তিতেও আছে। তবে যা দেখছেন… আমাদের জন্য সে অনেক বড় একজন ক্রিকেটার। তার ফিটনেসকে আমি পেশাদার বলব।’
ফ্লেমিং আরও বলেন, ‘আসর শুরুর মাসখানেক দলের সাথে সে যোগ দিয়েছে। এর আগে খেলার মধ্যে ছিল না। সে ফিট হয়ে যাবে। রাঁচিতে নেট সেশন চালিয়েছে। ম্যাচে পারফর্ম করতে যা প্রয়োজন, সেটাই করেছে। সে অনেক ভালো খেলছে। তার ফিট নিয়ে সন্দেহ না থাকা ভালো।’
বুধবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে চেন্নাই। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন। তবে সন্দীপ শর্মার ওভার থেকে ধোনি ও জাদেজা মিলে ১৭ রান নিতে পারে। ম্যাচে ১৭ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩২ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ধোনি। এর আগে এক ম্যাচে ৭ বলে ১৪ ও আরেক ম্যাচে ৩ বলে ১২ রানের ক্যামিও খেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post