নিজস্ব প্রতিবেদকঃ ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার অপেক্ষায়। ২০ ওভারের ইনিংসে বাকি আছে মাত্র ৪ বল। কিন্তু সেসময়ই হুট করে বৃষ্টি চট্টগ্রামের আকাশে। আর তাই সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বন্ধ রয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের খেলা।
বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে ম্যাচে ১৯.২ ওভার খেলা হয়েছে। আর সেই ওভারে বাংলাদেশের রান পেরিয়েছে দুইশ’র ঘর। এই নিয়ে চতুর্থবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইশ রান পার করলো টাইগাররা। তবে এই প্রথমবার চট্টগ্রামের মাঠে দুইশ রান করলো বাংলাদেশ। এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে দুই বার ও কলম্বোতে এক বার করেছিল।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ২০৭ রান। সাকিব আল হাসান ১৩ বলে ২০ ও মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রান করে অপরাজিত আছেন।
ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। সুযোগ সর্বোচ্চ রানের রেকর্ড গড়ারও। আর সেটা করতে হলে ইনিংসের বাকি থাকা চার বলে ২১৫ রান টপকাতে হবে টাইগারদের। অর্থাৎ, অন্তত আরও ৮ রান করতে হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post