স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে ভারত সফর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সিরিজের প্রথম তিন দিনের ম্যাচে প্রাইম ব্যাংক ও বিসিবির সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল জিতেছে বিশাল ব্যবধানে। মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে একচেটিয়া আধিপত্যে ইনিংস ও ১৭৪ রানের বড় জয়ে সিরিজে শুভ সূচনা করেছে জুনিয়র টাইগাররা।
মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং তোপে পড়ে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। জবাবে খেলতে নেমে ব্যাট হাতে দাপট দেখায় বাংলাদেশ দল। ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশের যুবারা। দলের হয়ে সামিউন বশির রাতুল ১০৫, দেবাশীষ সরকার অপরাজিত ১০১ ও মোহাম্মদ রিফাত ৯২ রানের দারুণ ইনিংস খেলেন।
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস শেষে লিড পায় ২৫৬ রানের। বিশাল এই রানের চাপায় পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। মাত্র ৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে দলটি। ম্যাচের তৃতীয় ও শেষ দিনে স্বাগতিকরা ফের ব্যাট করতে নামে আজ।
তবে ৩৭.৪ ওভারে মাত্র ৮২ রান তুলতেই গুঁটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস। স্বাগতিকদের ব্যাটিং লাইনআপকে পাত্তায়ই দেয়নি বাংলাদেশের বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন শ্রেয়াস। অপরাজিত ১২ রান আসে কাব্যর ব্যাট থেকে। জয়নীলও সমান ১২ রান করেন। এর বাইরে আর কেউ ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিতে পারেননি।
বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেন শিহাব। সামিউন রাতুলের শিকার ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post