স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজামিন বাড়িয়েছেন ৫৩ শতাংশ। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ২৭ কোটি সাড়ে ছয় লাখ টাকা। আগের চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এবার প্রাইজামিন বেড়েছে অর্ধেকের বেশি।
আইসিসি চ্যাম্পিযন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে। সেখানে রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা। আগামি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ হবে ৯ মার্চ।
আয়োজক পাকিস্তান নিজেদের দেশের পাশাপাশি সংযুক্ত আরব-আমিরাতে আয়োজন করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরে অংশ নেওয়া প্রতিটি দলই পাবে বিশাল অঙ্কের অর্থ। আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। যা বাংলাদেশী মুদ্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকা।
ফাইনাল-সেমিফাইনাল ছাড়াও গ্রুপপর্বের ম্যাচ জিতলেও প্রাইজমানি পাওয়া যাবে। প্রতিটি গ্রুপ ম্যাচে বিজয়ী দল ৩৪ হাজার ডলারের বেশি অর্থ পাবে। আসরের পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। সপ্তম ও অষ্টম স্থান অর্জন করা দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার।
কোনো ম্যাচ না জিতলেও ১ লাখ ২৫ হাজার ডলার করে পাবে প্রতিটি দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণ ফি হিসেবে এই টাকা দেবে। সবশেষ ২০১৭ সালে অনুষ্টিত হয়েছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো পাকিস্তান।
প্রাইজমানি ঘোষণা করে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এই বিশাল অর্থ পুরস্কার আইসিসির ক্রিকেটে বিনিয়োগের প্রতিশ্রুতি ও আমাদের ইভেন্টগুলোর গ্লোবাল মর্যাদা বজায় রাখার প্রতিফলন। অর্থনৈতিক প্রণোদনার বাইরেও এই টুর্নামেন্টে কঠোর প্রতিযোগিতা হয়, বিশ্বব্যাপী ভক্তদের মোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রিকেটের বিকাশ ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্রডেস্ক/০০