স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করল বার্সেলোনা। বুধবার রাতে ইন্টারসিটির বিপক্ষে বার্সা পেয়েছে কষ্টার্জিত জয়। ম্যাচে বল দখলের লড়াইয়ে আধিপত্য থাকলেও সোলদেভিয়া পুইগ নামের তরুণ কাতালানদের নাকানিচুবানি খাইয়েছেন। বার্সার শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে হ্যাটট্রিক করেছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। যদিও তার দল জাভি হার্নান্দেজের শিষ্যদের কাছে ৪-৩ গোলে হেরে যায়।
ইন্টারসিটিতে যোগ দেওয়ার আগে বার্সার যুব দলেই খেলে গেছেন পুইগ। প্রতিপক্ষের মাঠে গত রাতের ম্যাচটিতে বার্সার হয়ে গোল করেছেন রোনাল্ড আরাউহো, ওসমান দেম্বেলে, রাফিনহা ও আনসু ফাতি। গোলের শুরুটা করেন উরুগুইয়ান ডিফেন্ডার আরাউহো। ম্যাচের ৪ মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও গোল পায়নি দুই দলের কেউই। ৫৯ মিনিটে পুইগের গোলে ম্যাচে সমতা ফেরায় ইন্টারসিটি। ৬৬ মিনিটে ফের বার্সাকে লিড এনে দেন দেম্বেলে। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি জাভি দল।
৭৪ মিনিটে আবার সমতা ফেরান পুইগ। ৩ মিনিট পর বার্সার ফের এগিয়ে দেন রাফিনহা। তবে এবারও ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা। ৮৬ মিনিটের মাথায় আবারও গোল করেন সেই পুইগ। হ্যাটট্রিক করে দলকে সমতায় ফেরান ন্যু ক্যাম্পের দলটিতে কৈশর কাটানো এই তরুণ। এরপর অতিরিক্ত সময়ের ১০৩ মিনিটে গোল করে বার্সাকে জয় এনে দেন ফাতি।
বিশ্বকাপ বিরতি শেষ মাঠে ফিরে গত শনিবার লা লিগায় পয়েন্ট হারায় বার্সা। কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। আগামী রোববার লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচসহ লিগে নিজেদের পরবর্তী দুই ম্যাচে বার্সা সার্ভিস পাবে না রবার্ত লেভানডফস্কির। ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই পোলিশ ফরোয়ার্ড। বুধবারই তার নিষেধাজ্ঞার ব্যাপারে চূড়ান্ত খবর জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post