স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে দ্বিগুণ শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। পুরো দলের অপরাদের জন্য বেড়েছে তার শাস্তির পরিমাণ। একই সঙ্গে শাস্তি পেয়েছেন দলের ১২জন ক্রিকেটার। আইপিএলে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছেন রাজস্থানের ক্রিকেটাররা।
আইপিএল কর্তৃপক্ষ স্লো ওভার রেটের কারণে রাজস্থানের অদিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানাকরেছে। প্রথম দফায় স্লো ওভার রেটের কারণে এর আগে রাজস্থানের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিলো। দ্বিতীয়বার একই অপরাধে অভিযুক্ত হওয়ায় জরিমানার পরিমাণ বেড়েছে।
বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান ও গুজরাট টাইটান্সের ম্যাচ ছিলো। ওই ম্যাচে নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে পারেনি রাজস্থান রয়্যালস। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, একক মৌসুমে স্লো ওভার রেটের দ্বিতীয় অপরাধে স্যামসনকে এ অর্থ জরিমানা করা হয়।
অধিনায়ক সঞ্জু স্যামসনকে জরিমানা পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটাররাও এবার জরিমানা করা হয়েছে। ক্রিকেটারদেরকে ৬ লাখ রুপি করে জরিমানা গুণতে হবে অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। আর্থিক সংখ্যায় যেটা কম হবে সেই টাকা তাদেরকে জরিমানা দিতে হবে। বাদ যাবেন না ম্যাচের ইমপ্যাক্ট প্লেয়ারও। নিয়মিত একাদশের ১১ জনের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে মোট ১২ জন ক্রিকেটারকেই জরিমানা দিতে হবে।
রাজস্থান রয়্যালস এর আগেও চলমান আইপিএলে স্লো ওভার রেটে অভিযুক্ত হয়। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওই ম্যাচে অদিনায়ক ছিলেন রিয়ান পরাগ। চোটে থাকা স্যামসন ওই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলো। এবার তার অধীনে আবারো স্লো ওভার রেটের কবলে পড়লো দলটি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এবার অবশ্য শাস্তিতে পরিবর্তন এনেছে। আইপিএলের আগের মৌসুমে তিনবার স্লো ওভার রেটের অপরাধ করলে নিষেধাজ্ঞার নিয়ম ছিল। এবার সেই নিয়ম বাতিল করা হয়েছে। যতবার অপরাধ হবে, ততবারই আর্থিক জরিমানার অঙ্ক বাড়বে। পাঁচ ম্যাচ খেলা রাজস্থান তিন ম্যাচ হেরেছে। র্তমানে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে দলটি।
এসএনপিস্পোর্টসটায়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০