স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের অধিকার হারিয়েছে ইন্দোনেশিয়া। মূলত দেশটি ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানোয় এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত দেশটির পর্যটন নগরী বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের বিশ্বকাপ। কিন্তু আয়োজনের দুই মাসও বাকি না থাকতেই, বাতিল হলো সেটি।
ইন্দোনেশিয়া থেকে সরিয়ে বিশ্বকাপের নতুন আয়োজক দেশ ঠিক করতে যাচ্ছে ফিফা। আর সেই আয়োজক দেশ হতে যাচ্ছে আর্জেন্টিনা। শোনা যাচ্ছে, ইন্দোনেশিয়াকে বিশ্বকাপ আয়োজক হিসেবে বাতিল ঘোষণার পর, আর্জেন্টিনা আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে।
আরও দুই-একটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে সরকারি নিশ্চয়তা, অবকাঠামোগত সুযোগ সুবিধাসহ অন্যান্য বিষয় নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। আর ফিফাও সেটাতে সম্মতি দিয়েছে। বিশেষ করে ফিফা সভাপতি জিয়ানলুইজি ইনফান্তিনোর স্থির করে ফেলেছেন সেই সিদ্ধান্ত।
যার ফলে আর্জেন্টিনাই হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের নতুন আয়োজক। খুব শীঘ্রই ফিফার পক্ষ থেকে এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে এর আগে ফিফা প্রধান ইনফান্তিনোর বক্তব্যে ইঙ্গিত মিলেছে। তিনি বর্তমানে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের কংগ্রেসে অবস্থান করেছেন।
আর সেখানেই ইনফান্তিনো বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল অবকাঠামো নিয়ে সবারই ধারনা আছে। নিশ্চিতভাবেই এমন পর্যায়ের বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম তারা। আরও দুই-একটি দেশ আগ্রহ দেখিয়েছে। তবে আগ্রহ প্রকাশ, সরকারি নিশ্চয়তা ও অন্যান্য সবকিছুর মিলিয়ে আর্জেন্টিনাই সবার ওপরে। আমরা দুই-তিনদিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post