নিজস্ব প্রতিবেদক:: বড় জয় দিয়ে বিপিএল শুরু করলো রংপুর রাইডার্স। ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
আগে ব্যাট করা রংপুর রাইডার্স রনি তালুকদের ফিফটি ও শোয়েব মালিকের দায়িত্বশীল ইনিংসে ১৭৬ রান তুলে। জবাবে খেলতে নামা কুমিল্লা ৫ বল আগে ১৪২ রানে গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স রনি তালুকদের অর্ধশতকে ৫ উইকেটে ১৭৬ রান তুলে। বিপিএলের নবম আসরের প্রথম ফিফটি তুলে নেন রংপুরের ওপেনার। ১১ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ৩৩ রান করেন পাকিস্তানের তারকা শোয়েব মালিক। ২৬ বলে এক চার ও এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান পাক ব্যাটার। ২৯ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। ১২ রান করেন রাজা। এক চার ও এক ছক্কায় ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান।
কুমিল্লার হয়ে মুস্তাফিজ, মোসাদ্দেক, খুশদিল, ফারুকীরা ১টি করে উইকেট লাভ করেন।
১৭৭ রানের টার্গেটে খেলতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৯.১ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। চার চার ও এক ছক্কায় ২৩ বলে সাজানো ছিলো তার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনীক। এছাড়াও ১৭ রান করেন ডেভিড মালান।
রংপুরের হয়ে হাসান মাহমুদ ৩টি, সিকান্দর রাজা ও রাকিবুল হকরা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post