স্পোর্টস ডেস্ক:: ভারতের কাছে পাকিস্তানের হারের পর বেশ সমালোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটাররা হারের জন্য নানা কারণ খুঁজে বের করছেন। সাবেক ক্রিকেটাররা একের পর এক কারণ সামনে আনছেন, আর সমালোচনা করছেন ক্রিকেটারদের।
ম্যাচে ইমাদ ওয়াসিম ইচ্ছে করে বল নষ্ট করেছেন এমন অভিযোগ তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক সেলিম মালিক। সমালোচনা করে জানিয়েছেন, ৬৫.২১ স্ট্রাইক রেটের কারণেই ম্যাচটি হারতে হয়েছে পাকিস্তানকে।
হারের জন্য ইমাদ ওয়াসিমের ইনিংসকে দায়ী করেন সেলিম মালিক বলেন, ‘ইনিংসটির দিকে তাকান, দেখে তো মনে হয়েছে সে রান–তাড়ায় সবকিছু কঠিন করে তুলতে সে বল নষ্ট করেছে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদীও সমালোচনা করছেন। তিনি বলেন, ‘একজন অধিনায়ক সবাইকে একত্রিত করবে। হয় সে দলের পরিবেশ নষ্ট করবে, নয়তো দল গঠন করবে। বিশ্বকাপটা শেষ হতে দিন, আমি খোলাখুলিভাবে সবকিছু বলব।’
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post