স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে বড় পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। রোববার বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই ব্যাটার উইল ইয়াং। নির্ধারিত ৩০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৯ রান।
ডানেডিনে বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। শরিফুল ইসলামের তোপে মাত্র ৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। এরপর টম লাথাম ও উইল ইয়াংয়ের জুটিতে ঘুরে দাঁড়ানো শুরু কিউইদের। এর মধ্যেই ১৪তম ওভারে ফের বৃষ্টি নামলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর যখন খেলা শুরু হয় আরও ৬ ওভার কমে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে।
লাথাম ও ইয়াং শুরুতে সাবধানী ব্যাটিংয়ে উইকেটে থিতু হয়ে ধীরে ধীরে হাত খুলতে থাকে। এরই মধ্যে ২০তম ওভারে ফের বৃষ্টি নামে। এ সময় প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। তাতে ম্যাচ দাঁড়ায় ৩০ ওভারের। বৃষ্টিতে খেলা বন্ধের আগে-পরে থামে নি ইয়াং-লাথামের ব্যাটিং নৈপুণ্য। ১৭১ রানের জুটি গড়েন দুজন। লাথাম মাত্র ৭৭ বলে ৯ চার ও ৩ ছয়ে ৯২ রান করে মিরাজের বলে বোল্ড হন।
এরপর সেঞ্চুরি তুলে নেন ইয়াং। ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মার্ক চাপম্যান রানআউট হওয়ার আগে ১১ বলে ১ চার ও ২ ছয়ে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। ইয়াং শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৮৪ বলে ১৪ চার ও ৪ ছয়ে ১০৫ রান করেন। শেষ ওভারে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় রানআউটে কাটা পড়েন।টাইগারদের পক্ষে শারিফুল ইসলাম ৬ ওভারে এ মেডেনসহ ২৮ রানে ২ উইকেট শিকার করেন। মেহেদী মিরাজ ৫ ওভারে ৫৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post