স্পোর্টস ডেস্ক:: লামিন ইয়ামাল। কিশোর বয়সেই ফুটবলের বড় তারকা তিনি। বার্সাকে লা লিগার শিরোপা জিতিয়েছেন, স্পেনকে জিতিয়েছেন ইউরোও। দিনে দিনে বিখ্যাত হয়ে উঠছেন এই তরুণ ফুটবলার। বার্সার নতুন মেসি বলা হচ্ছে তাঁকে।
সেই লামিন ইয়ামালকে বিক্রির জন্য ২৫ কোটি ইউরোর প্রস্তাব পেয়ে ছিলো বার্সেলোনা। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ হাজার ৯৮৮ কোটি টাকার বিশ্ব রেকর্ড গড়া প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ক্যাম্প ন্যু। বার্সাকে লামিন ইয়ামালের গত জন্মদিনের টিক আগ মূহুর্ত এই বিশাল প্রস্তাব দিয়েছিলো পিএসজি। কিলিয়ান এমবাপের অভাব পূরণে প্যারিসের ক্লাবটি ইয়ামালকে চেয়ে ছিলো।
এমন বিস্ময়কর তথ্য একটি পডকাস্টে জানিয়েছেন ফুটবল এজেন্ট অ্যান্ডি বারা। বার্সার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল মূল দলের হয়ে ২০২২–২৩ মৌসুমে জিতেছেন লা লিগা শিরোপা। ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন, নিজেও হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়।
৩০ আগস্ট পর্যন্ত ইউরো ফুটবলে গ্রীষ্মকালীন দল বদল ছিলো। ইয়ামালকে পেতে তার জন্ম দিনের দিন কয়েক আগে বার্সাকে এই বিপুল অর্থের প্রস্তাব দিয়েছিলো পিএসজি। তবে বার্সেলোনা শুরুতেই প্রস্তাবটি নাকচ করে দেয় তাদের ভবিষ্যত বড় তারকাকে ধরে রাখার জন্য।
ইয়ামালের জাতীয় দলের সতীর্থ দানি ওলমো, আলভারো মোরাতা ও নাচো ফার্নান্দেজের এজেন্ট অ্যান্ডি বারা এ ব্যাপারে ইনকুবাতোর নামে একটি পডকাস্টে বলেছেন, ‘এক বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি, কয়েক মাস আগে লামিনে ইয়ামালের জন্য পিএসজি বার্সেলোনাকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল; কিন্তু বার্সেলোনা সে প্রস্তাব প্রত্যাখান করেছে। চুক্তির মূল্য ২৫ কোটি ইউরোর কাছাকাছি ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০