স্পোর্টস ডেস্কঃ লামিন ইয়ামাল। বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় অভিষেক হওয়া এই ফুটবলারের জন্ম স্পেনে, ২০০৭ সালের ১৩ জুলাই। তাঁর বাবা মরক্কোর, মা গিনির। তবে ইয়ামাল বেড়ে উঠেছেন স্পেনে। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় তার পা পড়ে ছোট্ট বেলাতেই।
বার্সার বয়সভিত্তিক দলে দ্যুতি ছড়ানো ইয়ামালকে গত সেপ্টেম্বরে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ করে দেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। অভিষেকের পর থেকেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন উঠিত এই ফুটবলার। স্পেন অনূর্ধ্ব-১৭ ইউরোতেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
শুধু স্পেন নয়, ইয়ামালের সামনে আরও দুটি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আছে। বাবার দেশ মরক্কোর ও মায়ের দেশ গিনির হয়ে। তবে বার্সেলোনা কোচ জাভি চান ইয়ামাল স্পেন দলে খেলুক। জাভি বলেন, ‘আমি ওকে স্পেনের হয়ে খেলতে দেখতে চাই। এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। আমি জানি না, সে কী করবে? আমি শুধু চাই, সে বার্সেলোনার হয়ে অনেক দিন খেলুক।’
Discussion about this post