নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেন ইয়াসির আলী রাব্বি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দল থেকে বাদ পড়েছিলেন এই ডানহাতি ব্যাটার। আইরিশদের বিপক্ষে সুযোগ পাওয়া রাব্বি এবার নেতৃত্ব দিচ্ছেন বিসিবি একাদশকে। বুধবার সিলেটে সফরকারীদের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে টস জিতেছেন রাব্বি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক রাব্বি। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরেও অধিনায়কত্ব করেছেন তিনি। খুলনা টাইগার্সের জার্সিতে অধিনায়কত্বে খুব একটা সফল হতে পারেন নি রাব্বি। এবার প্রস্তুতি ম্যাচে নাসুম আহমেদ-সৌম্য সরকারদের অধিনায়ক তিনি।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের মধ্যকার ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটি। কিন্তু সকাল থেকে সিলেটে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয় নি টস। সাড়ে ৯টার পরে উইকেট থেকে সরানো হয় কভার। এর ঘণ্টাখানেক পর (সাড়ে ১০টা) শুরু হয়েছে ম্যাচে।
বিসিবি একাদশ- সৌম্য সরকার, জাকির হাসান, আশফাক আহমেদ রোহান, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী (অধিনায়ক), আকবর আলী, শামীম হোসেন, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুশফিক হাসান।
আয়ারল্যান্ড একাদশ- অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, আন্দ্রে ম্যাকব্রিনি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post