স্পোর্টস ডেস্ক:: উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমদ। বাংলাদেশের জার্সিতে বছরে মাত্র সাত ম্যাচ খেলেই সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেরা একাদশের তালিকায় সর্বোচ্চ তিনজন আছেন শ্রীলঙ্কা থেকে।
শ্রীলঙ্কার সর্বোচ্চ দুইজন করে জায়গা পেয়েছেন পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। এছাড়া ইংল্যান্ড থেকে এই তালিকায় জায়গা পেয়েছেন একজন। গত বছর ওয়ানডে খুব একটা খেলেনি কোনো দলই। টি-২০ বিশ্বকাপের বছরে শ্রীলঙ্কা খেলেছে ১৮টি ওয়ানডে, সেখানে ভারত-নিউজিল্যান্ডের মতো দল খেলেছে মোটে ৩ ওয়ানডে। আর সে কারণেই উইজডেনের ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন শ্রীলঙ্কার, নেই ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।
বর্ষসেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে অবশ্য তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। সাত ম্যাচে ৫.৩ ইকোনমিতে শিকার করেন ১৪ উইকেট। শ্রীলঙ্কা থেকে এই একাদশে আছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল বছর ১১ ওয়ানডেতে ৩ সেঞ্চুরি আর ১ ফিফটিতে ৬৩.১ গড়ে ৬৯৪ রান করেন নিশাঙ্কা। পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে ২১০ রানের ইনিংসও ছিল এই ব্যাটারের।
অপরদিকে, ১৭ ম্যাচে ৬ ফিফটি আর ১ সেঞ্চুরিতে ৫৩ গড়ে ৭৪২ রান করেছেন কুশল মেন্ডিস। ব্যাট হাতে ১০ ম্যাচে মাত্র ৮৭ রান করলেও ২৬ উইকেট শিকার করে তালিকায় জায়গা করে নিয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক০০