স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল উইন্ডিজ। রোববার রাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে ১৩৬ রান করে পাপুয়া নিউগিনি। জবাব দিতে নেমে ৫ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা।
গায়ানায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাপুয়া নিউগিনি। তবে দলকে একটি সম্মানজনক পুঁজি এনে দেন সেসে বাউ ও কিপলিন ডোরিগা। বাউ ৫০ এবং ডোরিগোর ব্যাট থেকে আসে ২৭ রান। এরপর বল হাতে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয় মেলেনি, তবু উইন্ডিজকে কাঁপিয়ে দিতে পারায় গর্বিত পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা। রান তাড়ায় ১৬ ওভারে উইন্ডিজের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৭ রান। তখনও ক্রিজে রোস্টন চেজ ও আন্দ্রে রাসেল। শেষ ৪ ওভারে ৪০ রানের সমীকরণ মেলাতে তেমন বেগ পেতে হয়নি তাদের। ৬ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ২৭ বলে ৪২ রান করে জয়ের নায়ক চেজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসাদ বলেন, ‘যথেষ্ট পুঁজি না পেলেও সামগ্রিক পারফরম্যান্সে খুশি। ছেলেদের চেষ্টায় আমি সত্যিই খুশি। প্রত্যাশামতো লক্ষ্য আমরা দিতে পারিনি। তবু তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। ব্যাটিংয়েই মূলত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা নিজেদের চাওয়ামতো খেলতে পারিনি। শেষ দিকেও তাদের ব্যাটসম্যান ছিল। যা আমাদের ছিল না। আমার মতে, শেষ দিকেও আমরা কিছু রান কম করেছি। তবে পূর্ণ কৃতিত্ব তাদের। তাদের অভিজ্ঞতা অনেক। আমরা সত্যিই ভালো খেলেছি। স্কিলের প্রদর্শনী করতে পেরেছি।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post