স্পোর্টস ডেস্কঃ অ্যাডিলেড টেস্টে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার সফরকারী উইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে অজিরা। দ্বিতীয় ইনিংসে জস হ্যাজেলউডের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১২০ রানে অলআউট হয়ে স্বাগতিকদের মাত্র ২৬ রানের লক্ষ্য দিতে পারে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই ম্যাচটি জিতে নেওয়ার পথে হাঁটছিল প্যাট কামিন্সের। কিন্তু ম্যাচের শেষ দিকে রক্ত ঝরাতে হলো অজি ওপেনার উসমান খাজাকে। আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। জয়ের আনুষ্ঠানিকতা সারেন স্টিভেন স্মিথ ও মার্নাশ লাবুশানে।
অস্ট্রেলিয়ার বোলাররা দ্বিতীয় দিনে যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শুরু করে তৃতীয় দিন। তৃতীয় দিনের (শুক্রবার) প্রথম দুই উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। জোসুয়া ডি সিলভা ও আলজারি জোসেফ বিদায় নেয়ার পর মতিকে আউট করে দ্বিতীয় ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন হ্যাজেলউড। প্রথম ইনিংসে এই অজি পেসার পেয়েছিলেন ৪ উইকেট। শেষ উইকেটে শামার জোসেফ ও কেমার রোচ মিলে ২৬ রানের মূল্যবান জুটি গড়েন। তাদের জুটি ভাঙ্গেন লায়ন। ফলে ১২০ রানে অল আউট হয়ে যায় ক্যারিবীয়রা।
দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান আসে কার্ক ম্যাকেঞ্জির (২৬) ব্যাট থেকে। এছাড়াও জাস্টিন গ্রিভস করেন ২৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড ৫ উইকেট ছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন লায়ন ও স্টার্ক।অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯৫ রানের লিড পাওয়ায়, তাদের লক্ষ্য দাঁড়ায় ২৬ রানের। এই লক্ষ্যে পৌছাতে কোন উইকেট হারায়নি স্বাগতিকরা। যদিও আহত হয়েছেন খাজা। স্মিথের সাথে জুটি গড়ে সহজেই দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। ইনিংসের সপ্তম আর নিজের দ্বিতীয় ওভার করতে আসা শামার জোসেফের দ্বিতীয় বলেই বাউন্সারে আহত হন খাজা, তাঁর মুখ থেকে রক্তও বের হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি।
Discussion about this post