স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজে খেলবেন তিনি। সীমিত ওভারের অধিনায়ককে নিয়েই দল ঘোষণা করেছে কিউ বোর্ড।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজ পরেই তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। প্রথম ওয়ানডে চলাকালেই টি-২০ দল দিয়েছে নিউজিল্যান্ড।
ওয়ানডের মতো টি-২০ ফরম্যাটেও নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল দিয়েছে। ইশ সোধী, টিম সাউদি, গ্লেন ফিলিপস,জেমি নিশাম, মিচেল স্যান্টনাররা আছেন সংক্ষিপ্ত ফরম্যাটের দলে।
নিউজিল্যান্ড টি-২০ দল:: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post