স্পোর্টস ডেস্কঃ গত আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান কেন উইলিয়ামসন। এরপর অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে তিনি। তাতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলাও পড়ে চরম অনিশ্চয়তায়। তবে উইলিয়ামসনকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
তাসমান সাগরপাড়ের দেশটি প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে উইলিয়ামসনকে। মঙ্গলবার তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে থাকার খবর গণমাধ্যমে দেন স্টেড। তিনি বলেন, ‘সে (উইলিয়ামসন) দারুণ নিবেদন দেখিয়েছে পুনর্বাসন প্রক্রিয়ায়, একটা বিশেষজ্ঞ দলও তার চারপাশে ছিল। সে সর্বোচ্চ পর্যায়ে খেলায় ফেরার চেষ্টা করছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি তাকে নির্বাচিত করত পারছি।’
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।’ এদিকে আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। আর বিশ্বকাপের আগে বাংলাদেশের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজের দল ইতোমধ্যে ঘোষণা করেছে দলটি। যদিও সেখানে নেই উইলিয়ামসনসহ দেশটির তারকা ক্রিকেটারদের নাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post