স্পোর্টস ডেস্ক:: উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলতে নাম পারা জিম্বাবুয়েকে ছোট দল বলতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-২০ ফরম্যাটে ছোট, বড় কোনো দল নেই মনে করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করিয়ে দিয়েছেন, উগান্ডার কাছে হেরে যাওয়া এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে। টাইগার দল নেতা মনে করছেন জিম্বাবুয়ের বিপক্ষেও ‘কঠিন’ লড়াই হবে।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আগামিকাল শুক্রবার থেকে শুরু হবে সিরিজ। সিকান্দার রাজার নেতৃত্বে অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে দলটি। সাম্প্রতিক কালের সবচেয়ে দুর্বল দল জিম্বাবুয়ে।
বিশ্বকাপের আঘে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজই বাংলাদেশের শেষ সিরিজ। সেই অর্থে এই সিরিজ টাইগারদের বিশ্বকাপ প্রস্তুুতিরও। কিন্তুু প্রতিপক্ষকে দুর্বল ভাবছেন না শান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘টি-২০ ক্রিকেটে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না।’
জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না মন্তব্য করেন নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’
জিম্বাবুয়ে সিরিজ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এখানে ম্যাচটা আমরা কিভাবে খেলছি, কিভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলছি, সেটাই বড়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post