স্পোর্টস ডেস্কঃ আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের জয়যাত্রা চলছেই। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে শারজায় আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮১ রান তোলে তারা। এরপর প্রতিপক্ষকে ৮০ রানে গুটিয়ে দিয়ে ১০১ রানের বিশাল জয় পেয়েছে দলটি। ম্যাচসেরা গালফের অধিনায়ক জেমস ভিন্স।
ব্যাটিংয়ে নেমে গালফের অধিনায়ক জেমস ভিন্স সর্বোচ্চ ৭৬ রান করেন ৪৮ বল খেলে। ইনিংসটি সাজানো ছিল চারটি করে চার ও ছয়ের মারে। শেষ দিকে শিমরন হেটমায়ারের ১৯ বলে ২ চার ও ৩ ছয়ে সাজানো ৩৭ রান গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া ক্রিস লিন করেন ২৫ রান।
দুবাই ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন ইসুরু উদানা ও আকিফ রাজা।
১৮২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দুবাই একশও করতে পারেনি। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা রবিন উথাপ্পা মাত্র ১ রান করে আউট হন। এরপর বল হাতে ডেভিড ভিসে ভেঙে দেন দলটির ব্যাটিং লাইন। পঞ্চম ওভারে তার জোড়া আঘাতের পর আর উঠে দাঁড়াতে পারেনি দুবাই।
জো রুট ২০, দাসুন শানাকা ২৩ রান করেন। এই দুজনই ব্যক্তিগত রানের খাত দুই অঙ্কের ঘরে নিতে পারেন কেবল। পরের সর্বোচ্চ ৭ রান আসে উদানার ব্যাটে। ১৫তম ওভারে প্রথম তিন বলে দুটি উইকেট তুলে নিয়ে দুবাইকে গুটিয়ে দেন ক্রিস জর্ডান।
৩টি করে উইকেট শিকার করেন ডেভিড ভিসে ও ক্রিস জর্ডান। ২টি উইকেট পান রিচার্ড গ্লেসন।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে গালফ। মাত্র ২ পয়েন্ট পাওয়া দুবাই আছে টেবিলের চার নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post