স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের। জিম্বাবুয়েতে চলমান বাছাই পর্বের সুপার সিক্সে টানা তিন হারে মূল আসর থেকে ছিটকে গেছে ক্যারিবিয়ানরা। শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় হার দেখেছে তারা। ব্যর্থ হয়েছে মূল আসরে খেলার যোগ্যতা অর্জনে।
প্রথমবারের মতো উইন্ডিজকে ছাড়াই হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী অক্টোবর মাসে ভারতের মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। প্রতিযোগিতার প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের বাছাইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। এমন সমীকরণের ম্যাচে স্কটিশ বোলারদের তোপের মুখে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে যায় তারা।
রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় স্কটল্যান্ড। ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রিড আউট হয়ে যান হোল্ডারের বলে। তবে আরেক ওপেনার ম্যাথু ক্রসকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলে নেন ম্যাকমালেন। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৫ বলে ১২৫ রান যোগ করেন দুজন। মন্থর ব্যাটিংয়ে ফিফটি হাঁকান ম্যাকমালেন। ৮৫ বলে ফিফটি পূর্ণ করার পর আউট হয়েছেন ৬৯ রানে।
১০৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন ম্যাকমালেন। বাকি কাজটা সেরেছেন ক্রস। ১০৭ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। জর্জ মানসি ৩৩ বলে ১৮ রান করে আউট হন। ক্যারিবিয়ানদের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন হোল্ডার, রোমারিও শেফার্ড ও আকিল হোসেন। হোপ-পুরানদের বিদায় করে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারতে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ড।
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারাকে উইন্ডিজ অধিনায়ক জানান, ভালো প্রস্তুতি না নিয়ে একদিনেই সেরা হয়ে যাওয়ার আশা করা যুক্তিসঙ্গত নয়। শাই হোপ বলেন, ‘সত্যি বলতে, এখানে আঙুল তোলার মতো কেবল একটিই বিষয় নয়। সব বিভাগে আমাদের নজর দিতে হবে। পুরো টুর্নামেন্টেই আমরা নিজেদের হতাশ করেছি। যেভাবে আমরা ইনিংস শুরু করেছি এবং অবশ্যই ফিল্ডিং নিয়েও আমাদের ভাবতে হবে।’
হোপ আরও বলেন, ‘সবকিছু একটা ভিত থেকে শুরু হয়। প্রস্তুতি ভালো হওয়া জরুরি। সেটা দেশ থেকেই। ঘুম থেকে উঠেই আমরা দারুণ দল হয়ে যাবো, এমন আশা করা যায় না। অনেক বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের নিয়ন্ত্রণে যা আছে, তা নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমরা এখানে খেলছি। ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের জন্য হলেও মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়া নিশ্চিত করতে হবে। আমাদের সামনে আরও দুটি ম্যাচ বাকি আছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post