স্পোর্টস ডেস্ক:: বিপিএলে নারী হোস্ট এনেছিলো চিটাগাং কিংস। ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগর বিপিএলে কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। তবে সেই উপস্থাপিকার পারিশ্রমিকের টাকা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। উল্টো তাকে বিজ্ঞাপনের মডেল বানাতে চেয়েছিলো। উঠেছে হেনস্থারও অভিযোগ।
চিটাগাং কিংসের হয়ে বিপিএল মাতিয়েছেন তিনি। তবে হঠাৎ করে প্লে-অফ রাউন্ডের আগে আর দেখা যায়নি তাকে। পুরো টুর্নামেন্টে কাজ করে টুর্নামেন্ট শেষের আগে হঠাৎ করে চলে যাওয়া নিয়ে নানা গুঞ্জন দেখা দেয়। এরই মধ্যে খবর এলো তার পারিশ্রমিক না পাওয়া ও হেনস্থা হওয়ার।
দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, পারিশ্রমিক ইস্যুতে চিটাগাং কিংস ছেড়ে গেছেন এই উপস্থাপিকা। ইয়াশা সাগরের এজেন্ট জ্যোতি ব্লান্ডেল সংবাদিকদের জানিয়েছে চুক্তির ৪০ শতাংশেরও বেশি টাকা তিনি পাননি। এই এজেন্ট বলেন, “চুক্তির বাইরে ইয়াশাকে দিয়ে বিজ্ঞাপনে মডেলিং করানোর প্রস্তাব দিয়েছিল চিটাগং কিংস। কিন্তু পেশাদার এই উপস্থাপিকা তাতে রাজি হননি।”
ভারতীয় বংশোদ্ভুত এই কানাডিয়ান মডেল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত উপস্থাপনা করেন। বিপিএল উপলক্ষ্যে বাংলাদেশে এসেছিলেন এই প্রথম। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে উপস্থাপনা করে নজরে আসেন। প্রথমবার বাংলাদেশ সফর করে নিয়ে গেলেন তিক্ত অভিজ্ঞতা।
খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও বেশ নাটক করেছে চিটাগাং কিংস। অনেক ক্রিকেটারের পারিশ্রমিক দেয়নি চুক্তি অনুযায়ী। এমনকি মেন্টর হিসেবে আনা পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটা শহীদ আফ্রিদীকেও তার সম্মানী না দেওয়ার গুঞ্জন আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০