স্পোর্টস ডেস্কঃ ২০২২-২৩ মৌসুমজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিন জন। তারা হলেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনে ও আর্লিং হালান্ড। আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা কর্তৃপক্ষ।
আগামী ৩১ আগস্ট বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে উয়েফা। মোনাকোতে সেদিন চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
প্রত্যাশিত সকল নামই এসেছে সংক্ষিপ্ত তালিকায়। গেল মৌসুম স্বপ্নের মতো কেটেছে মেসির। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন এলএমটেন। আসরজুড়ে ৭টি গোল করেছেন। জিতেছেন টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরষ্কার ‘গোল্ডেন বল’। আর ক্লাব ফুটবলে সাবেক দল পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে না পারলেও লিগ ওয়ান শিরোপা জিতেছে। এছাড়া ব্যক্তিগতভাবে পারফর্মও করেছেন মেসি।
এদিকে ম্যানচেস্টার সিটির হয়ে অনবদ্য মৌসুম কাটিয়েছেন হালান্ড। দল ট্রেবল জিতেছে ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে। যার অন্যতম নায়ক ছিলেন হালান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে ৩৬ গোল করে রেকর্ড গড়েন। এর বাইরে চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেন।
সিটির ট্রেবল জয়ে অবদান রাখা আরেক ফুটবলার ডি ব্রুইনে। এই বেলজিয়াম মিডফিল্ডার ১০ গোলের পাশাপাশি ৩১ এসিস্ট করে মৌসুমজুড়ে। ফূটবলে ফরোয়ার্ডদের আলোচনা বেশি হলেও, ডি ব্রুইনে দুর্দান্তভাবে নিজের উপর নজর কেড়ে নিতে সক্ষম হয়েছেন।
শুরুতে ফুটবলারদের একটি প্রাথমিক সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করেছে উয়েফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। গেল মৌসুমে ক্লাব এবং জাতীয় দলে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার আওতাধীন এই কমিটি।
এরপর উয়েফার তিন শীর্ষ ক্লাব টুর্নামেন্টের গ্রুপ পর্বে অংশ নেওয়া দলগুলোর কোচ, উয়েফার আওতাধীন জাতীয় দলগুলোর কোচ এবং ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার বাছাইকৃত নির্দিষ্ট সংখ্যক ক্রীড়া সাংবাদিক ভোট প্রদান করেন। এর মধ্যে ক্লাবগুলোর কোচেরা, সংক্ষিপ্ত তালিকায় থাকা তাদের নিজ দলের কোনো খেলোয়াড়কে ভোট দিতে পারেন না।
জুরি বোর্ডের এসব সদস্যরা প্রত্যেকেই তিনটি করে ভোট দেওয়ার সুযোগ পান। এর মধ্যে সর্বোচ্চ ৫ পয়েন্ট দিতে পারেন একজন ফুটবলারকে, একজনকে ৩ পয়েন্ট ও অপরজনকে ১ পয়েন্ট দিতে পারেন। এই পয়েন্টের উপর ভিত্তি করেই সর্বোচ্চ ভোট পাওয়া তিন জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। পরবর্তীতে সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড়ের নাম প্রকাশ করা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post