স্পোর্টস ডেস্কঃ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে দলে ফিরেছেন লুইস সুয়ারেজ। নতুন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে এবারই প্রথম ডাক পেয়েছেন তিনি। গত অক্টোবরে তাঁকে ছাড়াই খেলেছিল উরুগুয়ে। এই সপ্তাহে আর্জেন্টিনার মুখোমুখি হবে বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নরা।
সুয়ারেজ উরুগুয়ের রেকর্ড গোলদাতা। ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে খেলেন। জাতীয় দলের জার্সিতে ১৩৭ ম্যাচে ৬৮ গোল নিয়ে সুয়ারেজ উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৫৮ গোল নিয়ে এরপরই আছেন এক ম্যাচ কম খেলা এডিসন কাভানি। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায়ও সেরার তালিকায় আছে সুয়ারেজ।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন সুয়ারেজ। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে এবার ২৯ ম্যাচে করেছেন ১৬টি গোল। তবে বিয়েলসা গত মে’তে উরুগুয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। গত বছর কাতারে বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর আগামী বৃহস্পতিবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি হবে জাতীয় দলের হয়ে তার প্রথম।
উরুগুয়ে স্কোয়াড-
গোলরক্ষক: সার্জিও রোচেত, ফ্রাঙ্কো ইসরাইল, সান্তিয়াগো মেলে
ডিফেন্ডার: রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, মাতিয়াস ভিনা, ব্রুনো মেন্দেজ, গিলারমো ভারেলা, ম্যাতিয়াস অলিভেরা
মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্তাকুর, ফেদেরিকো ভালভার্দে, ফেলিপে কারবালো, অগাস্তিন ক্যানোবিও, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান, ফ্যাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাহো, ফ্যাকুন্দো তরেস
ফরোয়ার্ড: ক্রিস্তিয়ান অলিভেরা, ফেদেরিকো ভিনাস, ডারউইন নুনেজ, লুইস সুয়ারেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post