স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আরেকটি হারের তেতো স্বাদ পেলো লিভারপুল। শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ধরাশায়ী ইয়ের্গুন ক্লপের দল। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল উলভসের মাঠে ৩-০ গোলে হেরেছে অলরেডরা।
২০১২ সালে লিভারপুলের কোচ হয়ে আসার পর এই প্রথম প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচ হারল ক্লপের দল। এই হারে লিগ টেবিলে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
পঞ্চম মিনিটেই আত্মঘাতী গোল করে লিভারপুল। ১২তম মিনিটে আবারও গোল হজম করে বসে লিগে ধুঁকতে থাকা ক্লপের দল। ক্রেইগ ডসন জোরাল শটে খুঁজে নেন জাল। উলভারহ্যাম্পটনের হয়ে অভিষেকেই গোল পেলেন তিনি। ৭২তম মিনিটে আদামা ত্রাওরোর পাস থেকে নিখুঁত টোকায় গোল করেন রুবেন নেভেস।
হারের পাশাপাশি আরেক হতাশাও সঙ্গী হলো লিভারপুলের। ২০১২ সালে কেনি ডালগ্লিস কোচ থাকাকালীন লিগে সবশেষ টানা তিন অ্যাওয়ে ম্যাচ হেরেছিল তারা। আবারও সেই তেতো অভিজ্ঞতা হলো ক্লপের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post