স্পোর্টস ডেস্ক:: দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক ঋশভ পন্থককে ৪০ লাখ রুপি জরিমানা পরিশোধ করতে হবে আইপিএল কর্তৃপক্ষকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিশাল এই অঙ্ক জরিমানা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ককে।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ঋশভ পন্থ ওভাররেটের কারণে এই শাস্তি পেলেন। হেরে যাওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে তিনি বোলিং শেষ করতে পারেননি। ম্যাচ শেষে তাই ২৪ লাখ রুপি জরিমানা গুণতে হচ্ছে তাকে।
বিশাখাপত্তনমে এই ম্যাচে দিল্লী ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে কলকাতার কাছে। টস জিতে ব্যাট করতে নেমে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেটে ২৭২ দলীয় সংগ্রহের রেকর্ড করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় দিল্লী।
দিল্লীর অধিনায়ক পন্থের জরিমানার পাশাপাশি দলের বাকী ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। ম্যাচটির ২৫ শতাংশ করে কাটা যাবে বাকী ক্রিকেটারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post