স্পোর্টস ডেস্কঃ গুঞ্জন চলে আসছিল আগে থেকেই। এবার এক প্রকার নিশ্চিত হওয়া গেল। চলতি বছরে হতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না ঋষভ পন্ত। একইসাথে খেলতে পারবেন না বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপেও। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সেই তথ্য।
গেল বছরের ৩০ ডিসেম্বর এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর মারাত্বকভাবে আহত হয়েছেন পন্ত। বর্তমানে আছেন সুস্থ হওয়ার মধ্য দিয়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অন্তত ছয় মাস লাগতে পারে সুস্থ হতে। তবে সেটা আরও বাড়ছে। দ্রুত সুস্থ হয়ে উঠলেও, অন্তত আগামী বছর অর্থাৎ, ২০২৪ সালের জানুয়ারির আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
পুরোপুরিভাবে ফিট হতে আরও ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে পন্তের। আর এতে করে চলতি বছরের অক্টোবরে নিজ দেশ ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না এই উইকেটরক্ষক ব্যাটার। এর আগে মিস করবেন এশিয়া কাপের মতো আসরও। যদিও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই এখনও কিছু জানায়নি এই নিয়ে।
ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না পন্তের। এই তারকা ক্রিকেটার যদিও দিল্লি ক্যাপিটালসকে সমর্থন জানাতে মাঠে এসেছিলেন। আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ইংল্যান্ডের দ্য ওভাল মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচেও খেলা হবে না পন্তের। এবার নতুন দুঃসংবাদ শুনতে হলো তাকে। একইসাথে ভারত জাতীয় দলকেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post