স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে লজ্জাজনক এক হার উপহার দিয়েছে আফগানিস্তান। গত রাতে ৮ উইকেটের এই জয় বাবর আজমদের বিপক্ষে আফগানদের প্রথম জয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কখনই পাকিস্তানকে হারাতে পারেনি তারা। তবে বিশ্বকাপের মঞ্চে এসে তারা বাবর আজমদের হারিয়ে প্রথমবার পাক বধের স্বাদ পেয়েছে।
ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি জয়ের অনুভূতি জানাতে গিয়ে বললেন পাকিস্তানকে হারানো ‘দারুণ স্বাদের’। তিনি বলেন, ‘এই জয়ের স্বাদ দারুণ। আজ (গতকাল) আমরা যেভাবে রান তাড়া করেছি, সেটা ছিল দারুণ পেশাদারি। আমরা দুই বছর ধরে মানসম্পন্ন ক্রিকেট খেলে আসছি।ইতিবাচক ক্রিকেট খেলতে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং দেশের জন্য আরও অনেক কিছু করব।’
আগে ব্যাট করে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে আলো ছড়িয়েছেন রহমত শাহ, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজরা। ১১৩ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলা ইবরাহিম জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় গুরবাজকে নিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন তিনি।
পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে আফগানরা করে ৬০ রান। ৮ চারে ৫৪ বলে ইব্রাহিম স্পর্শ করেন পঞ্চাশ। দ্বিতীয় উইকেটে রহমাত শাহর সঙ্গে ৬০ রানের আরেকটি চমৎকার জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জাদরান। সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন এই ওপেনার। এরপর ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকিটা সারেন রহমাত ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post