নিজস্ব প্রতিবেদকঃ দুর্দান্ত পারফম্যান্সে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ দল। চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। আর এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে সাকিব আল হাসানের দল। ইংল্যান্ডকে এবারই প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ।
নতুন এই ইতিহাসের থেকেও বেশি আলোচনায়, যে মনোভাব নিয়ে বাংলাদেশ দল পারফর্ম করেছে। টাইগাররা আক্রমণাত্বক ধারায় খেলেছে। শুরুতে চাপে পড়লেও, শঙ্কিত হয়নি। উল্টো ম্যাচে ফিরে এসে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে। এই দলের পুরোটাই তারুণ্যনির্ভর।
এক সাকিব আল হাসান ছাড়া সিনিয়রদের মধ্যে কোনো বড় তারকা নেই। তরুণদের নিয়ে এমন পারফম্যান্স বেশ প্রশংসা কুড়াচ্ছে। দলকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজাও। জানিয়েছেন এই দলটা একসাথে অনেক দিন খেললে দারুণ কিছু হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মাশরাফী লেখেন, ‘এই দলটা হারুক, জিতুক সবারই উচিত তাদেরকে ব্যাক (আগলে রাখা) করা। তরুণদের নিয়ে এই টি-টোয়েন্টি দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ (ভালোবাসার ইমোজি)।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post