স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। বৃহস্পতিবার আহমেদাবাদে দুপুর আড়াইটায় মাঠে গড়াবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আসর শুরুর আগের দিন অধিনায়কদের ফটোশেসন আয়োজন করে আইসিসি। এদিন সংবাদ সম্মেলনও করেছেন ১০ দলের অধিনায়করা। যেখানে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে বিশ্বকাপ শুরুর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব একটি পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ছবি সংযুক্ত করা সেই পোস্টে টাইগার অধিনায়ক লিখেছেন, ‘এই মুখ আর দেখাবোনা’! তবে এমন স্ট্যাটাস যে কাকে উদ্দেশ্য করে দেয়া তা এখনও স্পষ্ট না। সাকিবের লেখা সেই ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ দেওয়া দেশীয় একটি প্রসাধনী কোম্পানির। পাশাপাশি আছে তাঁর আইকনিক হ্যাশট্যাগও।
এর আগে ক্যাপ্টেনস ডে’তে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল- বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং অধিনায়ক হিসেবে খেলার কারণে চাপ আছে কিনা? উত্তরে তিনি বলেন, ‘না (চাপ আছে কিনা), একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনই পরিসংখ্যান দেখি না। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর। হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে এই ম্যাচ। ইতোমধ্যে দুই দলই ম্যাচ ভেন্যুতে পৌঁছেছে। টাইগাররা গোয়াহাটি থেকে সরাসরি পাড়ি জমান ধর্মশালায়। তবে দলের সাথে অধিনায়ক সাকিব যান নি। তিনি আহমেদাবাদে ক্যাপ্টেনস ডে’তে যোগ দেন। সেখান থেকে রাতের মধ্যেই টিম হোটেলে পৌঁছার কথা রয়েছে সাকিবের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post