নিজস্ব প্রতিবেদকঃ এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছে আবাহনী লিমিটেড। যেখানে আকাশী-নীলদের সামনে প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। আর মাত্র কিছুক্ষণ পর ৩ টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ।
দেশের ক্লাব ফুটবলে খানিকটা সুবাতাস বইছে। দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড এশিয়ান ক্লাব ফুটবলের বড় আসরগুলোতে খেলার জন্য বাছাইয়ে নেমেছে। আগের রাতে, ১৫ আগস্ট, মঙ্গলবার প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য বাছাইয়ে মাঠে নামে বসুন্ধরা কিংস।
যদিও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা মূল পর্বে খেলার জন্য টপকাতে পারেনি বাছাই। সংযুক্ত আরব আমিরাতের শক্তিশালী ক্লাব শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরে গিয়ে বাছাইয়েই স্বপ্নভঙ্গ হয়েছে কিংসদের। পিয়ানিচ, পাকো আলকাসারদের মতো ইউরোপের ফুটবলে দাপিয়ে বেড়ানো দলের সাথে পেরে উঠেনি বাংলাদেশের ক্লাবটি। তাই মূল পর্বেও খেলা হচ্ছে না। তবে বাংলাদেশের কোনো এমন পর্যায়ের বাছাইয়ে অংশ নেবে, সেটাও কল্পনাতীত ছিল। যা সম্ভব করিয়ে দেখিয়েছে কিংসরা।
কিংসদের পর এবার দেশের ফুটবলের আরেক জায়ান্ট আবাহনী মাঠে নামছে এএফসি কাপের বাছাইয়ে। ঘরের মাঠে ভালো কিছু করার সুযোগ হাতছানি দিচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবকে। মারিও লেমোসের শিষ্যরা সিলেটের মাঠ কতটূকূ দাপিয়ে বেড়াতে পারবে, সেটাই দেখার বিষয় এবার।
এই ম্যাচে জিতলে প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ পাবে আবাহনী। যেখানে প্রতিপক্ষ হবে ভারতের মোহন বাগান ও নেপালের মাচ্চিন্দ্রার মধ্যকার ম্যাচের জয়ী দল। তবে প্রতিপক্ষে ঈগলস ছেড়ে দেবে, সেটাও না। কারণ, মালদ্বীপের লিগ রানার্সআপরা গেল শুক্রবার থেকে সিলেটে অবস্থান করছে স্থানীয় আবহাওয়া ও কন্ডিশন মানিয়ে নেওয়ার জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post