স্পোর্টস ডেস্কঃ বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। এদিকে পাকিস্তান দল থেকে উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদকে বাদ দিয়েছে পিসিবি। এছাড়া অলরাউন্ডার ফাহিম আশরাফও বাদ পড়েছেন।
সরফরাজের জায়গায় মোহাম্মদ রিজওয়ানকে খেলাবে পাকিস্তান। প্রথম টেস্টে সুযোগ কাজে লাগাতে পারেন নি সরফরাজ। দলে পরিবর্তন আনার ব্যাপারে অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘আমাদের মনে হয় রিজওয়ান প্রস্তুত আর চাঙা হতে সরফরাজকে আমরা একটা বিরতি দিতে পারি। এটি আসলে কন্ডিশন এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে কী পাব সেসবের ওপর ভিত্তি করে নেওয়া কৌশলগত একটি সিদ্ধান্ত।’
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
পাকিস্তান দল- ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post